সাইবার অপরাধের শিকার?

কেউ সাইবার অপরাধের শিকার হলে কিভাবে মামলা করবেন?

১। আপনি বা যে কেউ সোশ্যাল মিডিয়াতে যদি অপরাধমূলক কিছু দেখে থাকেন তাহলে যে আইডি হতে দেখেছেন সেটার লিংক ও স্ক্রিনশট রেখে দেবেন;

২। যে আইডি হতে অপরাধ করা হচ্ছে সেই আইডি’র লিংক ও অপরাধের স্ক্রিনশট রেখে দেবেন;

৩। স্ক্রিনশট নেয়ার সময় লিংকসহ নিলে ভালো হয়;

৪। পোস্ট কোন সময় দেয়া হয়েছে আর আপনি কোন সময় এবং কোথায় থাকা অবস্থায় দেখেছেন বা অন্য কেউ দেখেছে সেটা নোট করে রাখবেন;

৫। অপরাধের ঘটনা অন্য কেউ দেখে থাকলে তার আইডি লিংক রাখবেন এবং কোন সময় আর কিভাবে দেখেছে সেটা জেনে রাখবেন এবং স্ক্রিনশট রেখে দিতে বলবেন;

৬। আপনার কোনো আত্মীয় বা বন্ধুর নিকট মেসেন্জারে কোনো মিথ্যা তথ্য বা আপনার খারাপ কোন ছবি পাঠালে সংরক্ষণ করে ও স্ক্রিনশট নিয়ে রাখতে বলবেন;

৭। ঘটনা অন্য কেউ দেখলে তিনিও মামলার সাক্ষী হতে পারেন;

৮। এইসব উপযুক্ত তথ্য-প্রমাণ নিয়ে আপনি যেখানে ঘটনা ঘটেছে বা যেখানে বসে দেখেছেন সেই থানায় মামলা করতে পারেন;

৯। মনে রাখবেন, আপনার স্বপক্ষে যত বেশি তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারবেন, মামলায় আসামির সাজা পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে;

১০। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা আপনি থানায় না করতে পারলে আপনি বিজ্ঞ সাইবার ট্রাইবুনাল, ঢাকায় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিতে হবে;

১১। তবে উপযুক্ত প্রমাণ ও ঘটনা সত্য মনে হলে থানার অফিসার ইন-চার্জ মামলা রেকর্ড করবেন।

Collected from Cyber Security & Crime Division( CTTC), DMP