বাড়ি ভাড়া আইন

বাড়ি ভাড়া আইন

❖১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী,

(১)বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের লিখিত আদেশ ছাড়া অন্য কোনোভাবেই বাড়ি মালিক তার ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম বাবদ এক মাসের বাড়ি ভাড়ার বেশি জামানত নিতে পারবে না।

(২)বাড়ি ভাড়ার রসিদ দিতে হবে এবং এলাকাভিত্তিক নির্ধারিত ভাড়া কার্যকর করার পর দুই বছর তা আর বাড়ানো যাবে না।

(৩)ঢাকা মহানগরীকে দশটি রাজস্ব অঞ্চলে ভাগ করে ক্যাটেগরিভিত্তিক সম্ভাব্য বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে।

❖উক্ত আইন ভঙ্গ করার শাস্তি:-

(২)প্রথমবার এ নিয়ম ভাঙলে আদায় করা বাড়তি টাকার দ্বিগুণ অর্থদণ্ড দিতে হবে বাড়ির মালিককে।

(১)পরেরবার একই অপরাধে অর্থদণ্ড হবে তিনগুণ।